বড়িবাড়ী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার অনেক বছর পূর্বে থেকেই মরহুম আঃখালেক ভুঞা, মরহুম কামধর বেপারী,মরহুম জিন্নত আলী মেম্বার,মোঃজংবাহাদুর,ধীরেন্দ্র চন্দ্র বর্মন সহ আরও অনেকেই বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা ফিকির করেন। বিভিন্ন প্রতিকুলতার কারণে বিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারেন নাই। পরবর্তীতে মোঃমহিউদ্দিন ও সুধাংশু চন্দ্র বর্মন,কলেজে পড়াশোনা করার সময়েই বড়িবাড়ী গ্রামে মাধ্যমিক বিদ্যালয় স্থাপন/প্রতিষ্ঠা করার জন্য বার বার চেষ্টা করে ছিলেন কিন্তু বিভিন্ন প্রতিকুলতার কারণে বিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলাধীন প্রত্যন্ত হাওর অঞ্চলে প্রাচীনতম ইউনিয়ন বড়িবাড়ী। পরবর্তীতে বড়িবাড়ী ,এনসহিলা,পাচঁকাহনীয়া,শিমুলবাক,টিয়ারকোনা,কয়রাকান্দা ও দিয়ারকান্দিসহ এই গ্রামগুলো নিয়ে ০১/১০/১৯৯৪ইং সালে বড়িবাড়ী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বড়িবাড়ী গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট দানবীর মরহুম কামধর বেপারী,পিতা মরহুম শেখ নবী নেওয়াজ,গ্রাম-বড়িবাড়ী,তাহার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃমহিউদ্দন ও তাহার ভাগিনা মোঃমনজিল মিয়া তিন (০৩) জনে ১.১৬ একর ভূমি অত্র বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য অনগ্রসর,প্রত্যন্ত হাওর অঞ্চলের লেখাপড়া ও অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের/জনগণের কথা চিন্তা করে স্বেচ্ছায়,স্ব-উদ্যোগে নিজ খরচে দানপত্র দলিলের মাধ্যমে দান করেন। সেই দান কৃত ভূমিতে বড়িবাড়ী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে অত্র এলাকার অনেক ব্যক্তিবর্গ বিদ্যালয় প্রতিষ্ঠিত না হওয়ার জন্য বিরোধীতা করেন ও বিভিন্ন অফিসে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দাখিল করেন। এর পরেও অত্র এলাকার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র বিদ্যালয়ে পাচঁ (০৫) জন প্রতিষ্ঠাতা সদস্য ও ছয় (০৬) জন দাতা সদস্য ও আট (০৮) জন প্রতিষ্ঠাকালীন শিক্ষক /কর্মচারী ছিলেন।
সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যদের নামের তালিকাঃ-
০১। মরহুম কামধর বেপারী,পিতা-মরহুম শেখ নবী নেওয়াজ,বড়িবাড়ী
০২। মোঃমহিউদ্দিন,পিতা-মরহুম কামধর বেপারী,বড়িবাড়ী
০৩। মরহুম মনজিল মিয়া,পিতা-মরহুম আব্দুল গফুর,বড়িবাড়ী
০৪। ছফির উদ্দিন আহম্মদ,পিতা-মরহুম কামধর বেপারী,বড়িবাড়ী
০৫। নাছির উদ্দিন আহম্মদ,পিতা-মরহুম কামধর বেপারী,বড়িবাড়ী
সম্মানিত দাতা সদস্যদের নামের তালিকাঃ-
০১। সাবেক রাষ্ট্রপতি মোঃআব্দুল হামিদ,পিতা-মরহুম হাজ্বী তায়েব উদ্দিন, মিঠামইন
০২। মরহুম আলহাজ্ব গোলাম কিবরিয়া,পিতা-মরহুম হাসান রেজা চৌধুরী, কাঞ্চনপুর,মিঠামইন
০৩। আলহাজ্ব মেহের উদ্দিন,পিতা-মরহুম তাহের উদ্দিন,এনসহিলা
০৪। আলহাজ্ব নুরুজ্জামান মীর,পিতা-মরহুম মজনু মীর,পাচঁকাহনীয়া
০৫। মোঃএরশাদ উদ্দিন মল্লিক,পিতা-মরহুম জাহেদ উদ্দিন মল্লিক,শিমুলবাকঁ
০৬। জিয়াউদ্দিন আহম্মদ,পিতা-মরহুম কামধর বেপারী,বড়িবাড়ী
সম্মানিত প্রতিষ্ঠাতা শিক্ষক/কর্মচরীগণের নামের তালিকাঃ-
০১। মোঃমহিউদ্দিন, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক
০২। মোঃশফিকুর রহমান, সহকারী শিক্ষক
০৩। মোঃমজিবুর রহমান, সহকারী শিক্ষক
০৪। মোঃরফিকুল ইসলাম,সহকারী শিক্ষক
০৫। আসাদুজ্জামান লুলু, সহকারী শিক্ষক
০৬। শিউলী আরা বেগম, সহকারী শিক্ষক
০৭। মোঃআজিজুল হক, অফিস সহকারী
০৮। নিপেন্দ্র চন্দ্র দাস, দপ্তরী
| নাম | ক্যাটাগরি | পদবী |
|---|---|---|
| মোহাম্মদ রায়হানুল ইসলাম | সভাপতি | সভাপতি, বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় |

বাংলা